আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পর্যটন শিল্পে বরাদ্দ ১০০ কোটি টাকা

পর্যটন শিল্পে বরাদ্দ ১০০ কোটি টাকা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:৫৯ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


parjantanকাগজ অনলাইন প্রতিবেদক: আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের প্রচার ও বিপণন, স্থানীয় পর্যায়ে পর্যটন শিল্প সম্পর্কে সচেতনতা তৈরি ও পর্যটন স্পটসমূহের উন্নয়নে ২০১৬-১৭ অর্থ বছরে পর্যটন শিল্পে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের প্রচার ও বিপণন, স্থানীয় পর্যায়ে পর্যটন শিল্প সম্পর্কে সচেতনতা তৈরি ও পর্যটন স্পটসমূহের উন্নয়নে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ বছরটিকে পর্যটন বছর হিসেবে চিহ্নিত করেছেন। সেজন্য এ বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। পিপিপির আওতায় কক্সবাজার পর্যটন ও বিনোদন ভিলেজ, আন্তর্জাতিকমানের ট্যুরিজম কমপ্লেক্স ও সিলেটে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য সুবিধাদি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে’।