আজকের দিন তারিখ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রী

পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২৪ , ৪:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  গাজায় সামরিক অভিযান পরিচালনা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। শনিবার গ্যান্টজের কার্যালয় এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলন গ্যান্টজের কার্যালয় জানিয়েছে, গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনা অনুমোদনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন গ্যান্টজ। কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময়সীমার মধ্যে তা অনুমোদন করেননি। তাই পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্যান্টজ। মধ্যপন্থী প্রাক্তন সামরিক প্রধান গ্যান্টজ যুদ্ধের মন্ত্রিসভায় যোগদানের আগে নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্যান্টজের এই ধরনের কোনো পদক্ষেপ নেতানিয়াহু সরকারের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করছে নেতানিয়াহুর অতি-ডান এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলো। এরা নেতানিয়াহুর জোট সরকারেরও সদস্য।