আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে ‘চেনা রূপে’ আফ্রিদি

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে ‘চেনা রূপে’ আফ্রিদি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Afridiঅনলাইন স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে নিয়মিত হতে পারবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন! টি-২০ বিশ্বকাপ শেষে অধিনায়কত্ব হারিয়েছেন। বয়সটাও ‌পক্ষে নেই-৩৬। তবে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্ট বেশ উপভোগ করছেন পাকিস্তান তারকা শহীদ অাফ্রিদি। খেলছেন হ্যাম্পশায়ারের হয়ে।

সবশেষ ম্যাচে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখান আফ্রিদি। বিশেষ করে তার দুর্দান্ত বোলিংয়ে ভর করেই কেন্টের বিপক্ষে ৯ রানের জয় পায় হ্যাম্পশায়ার।

সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে আগে ব্যাট করে আট উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় হ্যাম্পশায়ার। সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার মাইকেল কারবেরি। ‘বুমবুম’ আফ্রিদির ব্যাট থেকে আসে ১৪ বলে ২১ রানের ঝড়ো ইনিংস।

বল হাতে আরো কার্যকরী ভূমিকা রাখেন আফ্রিদি। হ্যাম্পশায়ারের পথের কাঁটা হয়ে দাঁড়ানো ওপেনার ড্যানিয়ে বেল ড্রামন্ডকে (৬৪) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন। ইনিংসের ১৬তম ওভারেই ম্যাট কোলসকে (০) সাজঘরে পাঠিয়ে সপ্তম উইকেটের পতন ঘটান আফ্রিদি।

তার আগে ওয়ান ডাউনে নামা কেন্ট অধিনায়ক স্যাম নর্থইস্টের (২) উইকেটও তুলে নেন এ তারকা অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় কেন্টের ইনিংস। ম্যাচ শেষে চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া আফ্রিদির হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।