Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নেইমারকে মেরে ফেলবেন ভিন ডিজেল!

নেইমারকে মেরে ফেলবেন ভিন ডিজেল!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Neymerঅনলাইন বিনোদন ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার এবার হলিউডে নাম লেখাচ্ছেন। হলিউডের অ্যাকশন তারকা ভিন ডিজেলের নতুন ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ দেখা যাবে তাকে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিটির একটি ক্ল্যাপারবোর্ড ধরে আছেন এমন একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নেইমার।

তিনি বলেছেন, ‘এ ছবিতে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত। তবে এখানে কী ধরনের চরিত্রে অভিনয় করছি তা বললে ভিন ডিজেল আমাকে মেরেই ফেলবে!’

শনিবার (৪ জুন) ইনস্টাগ্রামে ভিন ডিজেল একটি ছবি শেয়ার করেছেন। এতে ফেসবুকে নেইমারের সঙ্গে সঙ্গে তার লাইভ চ্যাটের একটি স্ক্রিনশটও যুক্ত আছে। প্রথম দিনের দৃশ্যধারণে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে।

৪৮ বছর বয়সী ডিজেল লিখেছেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, নেইমার ‘ট্রিপল এক্স’-এর তৃতীয় পর্বের প্রথম দিনের কাজ করেছে। ও পুরোপুরি সাবলীল।”

এক বিবৃতিতে নেইমার বলেন, ‘সবসময় চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছি, ব্যাপারটা কেমন লাগে জানার ইচ্ছা ছিলো। তবে ভাবিনি ভিন ডিজেল, স্যামুয়েল এল.জ্যাকসন ও নিনা ডোবরেবের মতো তরকাদের সঙ্গে অভিনয় করতে পারবো। আমি একই সঙ্গে উতলা ও নার্ভাস।’

এ ছবিতে আরও অাছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130