নির্বাচনী সহিংসতায় নড়াইলে ১১ পুলিশ ও ৩ আনসার সদস্য আহত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর সমর্থকরা। এতে বাধা দিলে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
এ সময় সংঘর্ষে ১১ পুলিশ ও তিন আনসার সদস্য আহত হন। পাশাপাশি এক সহকারী প্রিজাইডিং অফিসারকেও অপহরণ করে নিয়ে যায় তারা।
শনিবার (৪ জুন) সন্ধ্যা ছয়টার দিকে চরবগজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ ও আনসার সদস্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সদস্য প্রার্থী সুরুজ মোল্যা নয় ভোটে প্রতিদ্বন্দ্বী মোতালেব মোল্যার কাছে পরাজিত হন। ভোটকেন্দ্র থেকে ব্যালট নিয়ে চলে আসার সময় সুরুজ মোল্যার সমর্থকেরা ব্যালট বাক্স ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে।
এ সময় সুরুজ মোল্যার সমর্থকদের হামলায় পুলিশ ও আনসার সদস্যরা আহত হন। এছাড়া ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালামকেও অপহরণ করে নিয়ে যায় তারা। আবুল কালাম লক্ষ্মীপাশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা এ ঘটনা নিশ্চিত করে বলেন, ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা চলছে।