আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিজ শহরের মানুষদের সেবা করে যাচ্ছেন কেনেডি

নিজ শহরের মানুষদের সেবা করে যাচ্ছেন কেনেডি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২০ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ভক্ত, শুভানুধ্যায়ী এবং নরসিংদী শহরবাসীর ভালবাসায় সিক্ত হচ্ছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চাতক ব্যান্ড’ এর ভোকাল শাহারিয়ার শামস্ কেনেডি। বর্তমানে করোনা আতংঙ্কে পুরো দেশ। এর মধ্যে নরসিংদী জেলাতেও শনাক্ত হয়েছে ৪টি করোনা রোগী। এতে শহর লকডাউনসহ নানা পদক্ষেপ নিয়েছেন নরসিংদী জেলা প্রশাসন। এর মধেই ব্যাক্তিগত উদ্যোগে জনগনের সেবা করে যাচ্ছেন এই কন্ঠশিল্পী। গরীব-দুঃখিদের মাঝে ত্রাণ বিতরণ, শহরের এলাকাগুলোতে লোক-সমাগম কমানোর করিকল্পনায় প্রতিদিনই কাজ করছেন। শুধু তাই নয়; পুলিশদের পাশেও দাঁড়িয়েছেন এই সাদা মনের মানুষটি। নিজের হাতে তৈরি করা মাক্স পরিয়ে দিচ্ছেন নরসিংদী মডেল থানার পুলিশদেরকে। এ সেবা প্রদানের জন্য আরো মাস্ক তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দিনের শেষে’কে তিনি বলেন, এ সময়ে আমার ব্যাক্তিগত উদ্যোগে যতটুকু পারছি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এটা আমার কাছেও অনেক ভালো লাগছে। তাছাড়া আমাদেরকে সাবধান করতে রোদে পুরে পুলিশ রাস্তায় থাকছেন। আমাদের অসচেতনতার কারনেই তাদের কঠোর হতে হচ্ছে। আমরা নিজেরা সচেতন হলে তাদের কষ্ট কমে যাবে। তাই পুলিশ ভাইয়ের জন্যও কিছু করার চেষ্টা করেছি। সবার জন্য আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।