Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড নিউইয়র্কে বেসবল অনুশীলনে নেইমার

নিউইয়র্কে বেসবল অনুশীলনে নেইমার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Neymarঅনলাইন স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা চায় না যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় নেইমার খেলুক। কিন্তু বেসবলের ব্যাপারে তো তারা কিছু বলেনি! ক্লাবের অনুরোধে ব্রাজিলের হয়ে আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্টে (৩ জুন শুরু) খেলছেন না নেইমার। তবে নিউইয়র্কে বেড়াতে গিয়ে ফুটবলের বাইরে নতুন খেলা শেখার চেষ্টা করেন ব্রাজিলিয়ান সেনসেশন।

আমেরিকান প্রফেশনাল বেসবল টিম নিউইয়র্ক মেটস পরিদর্শনে যান নেইমার। প্রথমবারের মতো বেসবল খেলার কথাও জানান বার্সা তারকা এবং নেটে বেসবলের ব্যাট দিয়ে কাট শট প্র্যাকটিস করেন।

মেটসের জার্সি গায়ে তাদের হিটিং কোচ কেভিন লংয়ের সাহায্য নিয়ে ইনডোরে বেসবল অনুশীলনে নামেন নেইমার। প্রথমে ব্যাটে-বলে হিট করতে ব্যর্থ হলেও পরে সফল হন। তবে ফলাফলটা ছিল মিশ্র।

‘আগামীর বিশ্বসেরা’ অথচ ফুটবলের কারিকুরি দেখাবেন না তা কী হয়! বেসবল দিয়েই মাঠে পায়ের জাদু প্রদর্শন করেন নেইমার। উপস্থিত সবাই তা বেশ আগ্রহভরেই উপভোগ করেন এবং পাশ থেকে নেইমার নৈপুণ্য ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা।

সময়ই বলে দেবে বাড়তি অনুশীলন সেশন সাহায্য করবে কিনা যখন রিও অলিম্পিক (৪ আগস্ট শুরু) মিশনে মাঠে নামবেন নেইমার।
https://youtu.be/3q9zP97BRNQ


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130