আজকের দিন তারিখ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নার্সিং কলেজের সামনে বেকার নার্সরা

নার্সিং কলেজের সামনে বেকার নার্সরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


DMC-Mকাগজ অনলাইন প্রতিবেদক: এবার ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত বেকার নার্সরা। বুধবার (০১ জুন) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (০২ জুন) সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নেন তারা। এ সময় জরুরি বিভাগের গেট বন্ধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আন্দোলনরতরা।

বাধা দিতে চাইলে হাসপাতালের কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের সদস্য সোহাগ বাংলানিউজকে জানান, রাতে তারা ঢাকা নার্সিং কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এর সেখান থেকে সকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, পুলিশের লাঠিপেটায় আমাদের অনেকে আহত হয়েছেন। তারা ঢামেকসহ বিভিন্ন হাসপাতারে ভর্তি আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। আরও জোরদার হবে।

পিএসসির মাধ্যমে না করে আগের নিয়মে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

এক পর্যায়ে অনশন শুরু করলে গত ১ মে দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের কর্মসূচি ভাঙান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না দেখে সম্প্রতি ফের আন্দোলন শুরু করেন বেকার নার্সরা।