আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নার্সদের আন্দোলন ফলপ্রসূ হবে না

নার্সদের আন্দোলন ফলপ্রসূ হবে না


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৩২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


21কাগজ অনলাইন প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেকার নার্সদের আন্দোলন ফলপ্রসূ হবে না। যারা আন্দোলন করছেন তারা অহেতুক করছেন।’

রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বোনমেরু ট্রান্সপ্লান্ট’ এর গত দুই বছরের সাফল্যের অংশ হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংশ্লিষ্ট বিভাগ।

এতে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসির) মাধ্যমেই নার্সদের নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে ১২ হাজার নার্স পরীক্ষাও দিয়েছেন।’

উপস্থিত সাংবাদিক মন্ত্রী জানান, গত দু’বছরে একুশ জনকে এ বিভাগে সফল চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নারীর আর ১৭ জন পুরুষ। এখন তারা সম্পূর্ণ সুস্থ।

তিনি জানান, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে এ রোগের চিকিৎসায় সাফল্য অজর্ন করেছেন।

নাসিম বলেন, ‘গত ২০১৪ সালের মার্চে আমি উদ্বোধন করি। আমাদের ডাক্তাররা বিভিন্ন জায়গা থেকে রোগী সংগ্রহ করে এর চিকিৎসা দিচ্ছেন। এই চিকিৎসা সম্পূর্ণ করতে আমাদের এখানে ৬ লাখ টাকা করে লাগে। একই চিকিৎসা দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুর-আমেরিকায় করলে ৩৫/৪০ লাখ টাকা লাগবে এবং পার্শ্ববর্তী ভারতেই এর চিকিৎসার করতে ১৫/২০ লাখ টাকা লাগে।’

মন্ত্রী আরো বলেন, ‘গরিব রোগীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যতটুকু সাহায্য করা লাগে তা করবে।’ এছাড়া সমাজের বিত্তবান লোকদের রোগের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ খান এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রেগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মিজান এতে বক্তব্য দেন।