আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নাটাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাটাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


photoচট্টগ্রাম: বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব ) ৫৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নগরীর কাতালগঞ্জ এলাকার পাচঁলাইশে নাটাবের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নাটাবের সিনিয়র সহ-সভাপতি ও সিভিও পেট্টোক্যামিকেলের চেয়ারম্যান শামসুল আলম শামীম। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক এম এ ছবুর, সহ-সম্পাদক শাহজাহান সুফী, নিবার্হী সদস্য মো. এমরানুল হক, ডা. এম এ জাফর, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, চিফ মেডিকেল অফিসার ডা. পঞ্চানন চক্রবর্তী।

সভায় সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শামীম বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কমসূর্চিতে চট্টগ্রাম নাটাব সরকার এনজিও ব্র্যাকসহ অনেক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। নাটাবের নতুন ভবন নির্মাণে সবরকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

চিফ মেডিকেল অফিসার পঞ্চানন চক্রবর্তী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ লাখ ৬০ হাজার লোক যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৮১ হাজার মারা যায়। বর্তমানে নাটাবসহ বিভিন্ন এনজিও সংস্থা সম্পূর্ণ বিনা খরচে এই রোগের পরীক্ষা নিরীক্ষাসহ পূর্ণমেয়াদে ওষুধ প্রদান করে থাকে। আশা করি আগামীতে যক্ষ্মার মৃত্যুহার অনেক কমে আসবে। ‍