আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি নতুন নোট আনছে স্যামসাং

নতুন নোট আনছে স্যামসাং


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৮:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


Noteকাগজ অনলাইন ডেস্ক: গ্যালাক্সি নোট সিরিজে নতুন স্মার্টফোনের একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে স্যামসাং। সম্ভাব্য তারিখ ৩ আগস্ট। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটি বাজারে আসার গুঞ্জন এখন প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। স্যামসাং অবশ্য আনুষ্ঠানিকভাবে নতুন গ্যালাক্সি সিরিজের এই স্মার্টফোনটি বাজারে আসার তারিখ সম্পর্কে কিছু জানায়নি। তবে স্যামসাংয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, আগামী দুই মাসের মধ্যেই নতুন চমক হিসেবে আসবে নতুন স্মার্টফোন। উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নোট ৫ উন্মুক্ত করেছিল স্যামসাং।
কী থাকবে নোট ৬–এ? গুঞ্জন রয়েছে, এতে থাকবে ৬ জিবি র‍্যাম, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। নোট ৬–এর বাঁকানো ডিসপ্লেযুক্ত এজ সংস্করণও বাজারে আসতে পারে।

এ ছাড়া ফিচার হিসেবে থাকতে পারে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে, কোয়াড-কোর কোয়ালকম ৮২০ স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়ালপিক্সেল সেটআপ ক্যামেরা। ফোনটিতে আইরিশ স্ক্যানার থাকবে। এটি হবে পানিরোধী। তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড সার্কিট, ফোর্বস, জিএসএম অ্যারিনা।