আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দুই পুত্রকে হৃতিকের মার্সিডিজ গাড়ি উপহার

দুই পুত্রকে হৃতিকের মার্সিডিজ গাড়ি উপহার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Hrithiঅনলাইন বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার হৃতিক রোশন নিঃসন্দেহে আদর্শ বাবার উদাহরণ। দুই পুত্রকে এবার তিনি যা উপহার দিলেন তাতে সবারই হিংসে হবে! বাবার কাছ থেকে হৃহান ও হৃধান এবার পেয়েছে ঝকঝকে একটি গাড়ি।

এটা যেনতেন গাড়ি নয়, ছেলেদেরকে নীল রঙের মার্সিডিজ মেব্যাচ এস৫০০ ব্র্যান্ডের গাড়ি কিনে দিয়েছেন হৃতিক। নিজের জন্যও একই রকম আরেকটি গাড়ি কিনেছেন ‘ব্যাং ব্যাং’ তারকা।

ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দেওয়া হৃতিক নতুন গাড়িতে চড়িয়ে দুই পুত্রকে নিয়ে ছবি দেখে এসেছেন। হৃহান ও হৃধানের সঙ্গে হলিউডে সদ্য মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি’ দেখতে গিয়েছিলেন ৪২ বছর বয়সী এই অভিনেতা।