Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দনিয়া সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার

দনিয়া সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


diyanকাগজ অনলাইন প্রতিবেদক: ‘মুক্তিযুদ্ধের চেতনা-অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দনিয়া সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৩ জুন, শুক্রবার। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে দনিয়া এ. কে. স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা- ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কামউল্লাহ, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস এবং বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সম্পাদক (অর্থ) মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সম্মেলন কমিটির আহŸায়ক মহসিন হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সদস্য সচিব ইকবাল হাফিজ। সম্মেলনে সভাপতিত্ব করবেন মো. শাহনেওয়াজ। দুপুর ১২ টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিল অধিবেশনের পাশাপাশি প্রাঙ্গণ জুড়ে দনিয়া সাংস্কৃতিক জোটভুক্ত ৩৫টি সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়া বিকাল ৪.৩০মিনিটে বাংলাদেশ পথনাটক পরিষদের প্রযোজনা মান্নান হীরার রচনা ও নাসির উদ্দীন ইউসুফের পরিচালনায় পথনাটক ‘শিকারী’ পরিবেশিত হবে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130