আজকের দিন তারিখ ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// তুরাগ নদে ট্রলারডুবি, তিন জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫

তুরাগ নদে ট্রলারডুবি, তিন জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২১ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন নারী ও দুটি শিশুর মরদেহ রয়েছে। এ দুর্ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। আজ সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।