আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় তিন ধাপে ৫ সিটি নির্বাচন: ইসি সচিব

তিন ধাপে ৫ সিটি নির্বাচন: ইসি সচিব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২৩ , ৫:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে আগামী মে-জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে মোট ৩ ধাপে ভোটগ্রহণ করা হবে।  বুধবার (১৫ মার্চ) ১৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।  ইসি সচিব বলেন, ‘গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।’

তিনি বলেন, ‘কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে ৭ জুলাই থেকে। এজন্য এসএসসি পরীক্ষার পর ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’

সব নির্বাচনে ইভিএমে ভোট হবে জানিয়ে জাহাংগীর আলম বলেন, ‘তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে তা জানানো হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।’