Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড তিন ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

তিন ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Motherঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: তিন ছেলে সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পাষণ্ড মা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার (০৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহত তিন ছেলে সন্তানের একজনের বয়স মাত্র দুই মাস এবং বাকি দু’জনের বয়স পাঁচ ও আট বছর।

খবরে বলা হয়, তিন সন্তান হত্যাকারী ২৯ বছর বয়সী ওই নারীর ভাই বুধবার (০১ জুন) রাতে কাজ শেষে ঘরে ফিরে ছুরিকাঘাতে রক্তাক্ত আবস্থায় সন্তানদের মরদেহের পাশে তার বোনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি বেঁচে যান। তবে কেন ওই নারী এই ঘটনা ঘটালেন এ বিষয়কে কিছু জানা যায়নি।

ওই নারীর স্বামী নেই। তিন সন্তান ও ভাইকে নিয়ে তারা বসবাস করে আসছিলেন। ব্যক্তিগত অন্তর্দহন থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130