আজকের দিন তারিখ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ শতাংশ

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ শতাংশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৪:৪২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


GDPঅনলাইন প্রতিবেদক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এই্ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ব্যক্তি খাতে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে।

সূত্র জানায়, ইতোমধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রক্ষেপন দিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ০৫ শতাংশ।