আজকের দিন তারিখ ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জাতিসংঘের পর্যটনবিষয়ক সম্মেলন হবে ঢাকায়

জাতিসংঘের পর্যটনবিষয়ক সম্মেলন হবে ঢাকায়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৬:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Unwtoকাগজ অনলাইন প্রতিবেদক: জাতিসংঘের পর্যটনবিষয়ক সংগঠন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের (ইউএনডব্লিউটিও) ২৯তম সিএপি-সিএসএ সম্মেলন আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় হবে। ঢাকায় প্রথমবারের মতো এ সম্মেলন হচ্ছে।

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত সংস্থার ২৮তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যটন খাতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি বাংলাদেশের একটি স্বীকৃতি।

এর আগে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পর্যটনবিষয়ক সংস্থার আগামী বছরের সম্মেলনের ভেন্যু হিসেবে ঢাকাকে নির্বাচিত করা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ইউএনডব্লিউটিওর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, পর্যটন খাতকে বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশের নিরন্তর প্রয়াসের বার্তা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এসব সম্মেলন আয়োজন করার মধ্য দিয়ে বিশ্ববাসী রূপসী বাংলার নান্দনিক ছবি দেখবে এবং এ দেশের মানুষের অনুপম আতিথেয়তার পরিচয় পাবে, যার মধ্য দিয়ে এ দেশে পর্যটন শিল্প বিকশিত হবে।

প্রসঙ্গত, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে।