আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় চুরি বন্ধে ২ সেতুর টোল প্লাজায় অনলাইনভিত্তিক তদারকি ব্যবস্থা

চুরি বন্ধে ২ সেতুর টোল প্লাজায় অনলাইনভিত্তিক তদারকি ব্যবস্থা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


RANA-NEWS-PICঅনলাইন প্রতিবেদক : মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় পুকুর চুরি, সাগর ডাকাতি বন্ধে অনলাইনভিত্তিক (ওয়েববেইজ) তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয় বুধবার মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় অনলাইনভিত্তিক (ওয়েববেইজ) মনিটরিং পদ্ধতি উদ্বোধনের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়া সিরাজগঞ্জের বাথুলি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেটভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত গাড়ির ওজন নিয়ন্ত্রণ (এক্সেল লোড কন্ট্রোল) স্টেশনও উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের কম্পিউটারের বোতাম টিপে নতুন ব্যবস্থার উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অনলাইনে করার আগে সেখানে (মেঘনা ও গোমতী সেতুর টোল আদায়) একটা ফাঁকিবাজি হত, পুকুর চুরি হত, কখনও কখনও সাগর ডাকাতি হত। বিষয়টি আমরা অনেক দিন ধরে লক্ষ্য করে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে সরকারকে ঠকানোর ব্যবস্থা তাদের কাছে ছিল। নানাভাবে টেম্পারিং করত। এটা দেখার পর আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম, মুক্তারপুর সেতুতে যেভাবে টোল আদায় করছিল এক্ষেত্রেও সেভাবে অনলাইনে টোল আদায় করতে পারি কীনা।’

আগে মেঘনা ও গোমতী সেতু থেকে দিনে ৪০ থেকে ৫০ লাখ টাকার বেশি টোল আদায় হয়নি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ওয়েব বেইজড মনিটরিংয়ের আওতায় আসার পর থেকে দৈনিক গড়ে ৮০ লাখ টাকার বেশি আদায় হচ্ছে। ওয়েব বেইজড হওয়াতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।’

ওয়েব বেইজড পদ্ধতিতে টোল আদায়ে কম্পিউটার সিস্টেমস নেটওয়ার্ক (সিএনএস) লিমিটেডের সঙ্গে সড়ক ও জনপথ অধিদফতরের ৫ বছর মেয়াদী চুক্তি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সিএনএস লিমিটেডকে সার্ভিস চার্জ হিসেবে ১৭ দশমিক ৭৫ শতাংশ অর্থ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এই পদ্ধতিতে টোল আদায়ের ফলে ৫ বছরে এক হাজার ২৭৭ কোটি টাকার উপরে রাজস্ব আদায় হবে বলে আশা করা যাচ্ছে। ক্রমান্বয়ে রাজস্ব আদায়ের এ হার আরও বাড়বে বলে আমরা মনে করি।’

উপস্থিত একজন কর্মকর্তা জানান, এ ব্যবস্থায় যে কেউ যে কোন স্থান থেকে ইন্টারনেটে ঢুকে পাসওয়ার্ড ব্যবহার করে সিসটেমে যাওয়ার পর মনিটরে টোল প্লাজার অবস্থা সরাসরি দেখতে পাবেন। কোন গাড়ি থেকে কত টাকা আদায় করা হচ্ছে তাও দেখতে পাবেন।
অনলাইনভিত্তিক এক্সেল লোড স্টেশন উদ্বোধন

এরপর সড়ক ও জনপথ অধিদফতরের অধীনে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগার হাটে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত অনলাইনভিত্তিক এক্সেল লোড কন্ট্রোল স্টেশন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মাত্রাতিরিক্ত ওজন বহনকারী ট্রাক বা লরী চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের সড়ক ও মহাসড়ক অকাল ক্ষতির হাত হতে রক্ষার এক্সেল লোড কন্ট্রোল স্টেশন দুটি স্থাপন করা হয়েছে। এ স্টেশন ধীরগতি সম্পন্ন ও দ্রুত গতি সম্পন্ন উভয় ট্রাকের ওজন নিয়ন্ত্রণে সক্ষম হবে। কানাডার কারিগরি সহযোগিতায় দেশিয় প্রতিষ্ঠান রেগনাম রিসোর্স লিমিটেডের মাধ্যমে স্থাপন করা হয়।’

স্টেশন দুটিতে অনলাইন ওয়েব বেইজড ডাটা ও ভিডিও মনিটটিরং সিস্টেম সংযোজন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘স্টেশনে মালামাল বহনকারী ট্রাক বা লরি প্রবেশের শুরুতে ওজন পরিমাপ করা হয়। ওজন নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তা বাইপাস লেন দিয়ে চলে যায়। এতে অতিরিক্ত সময় ব্যয় হয় না।’

তিনি বলেন, ‘কোন ট্রাক বা লরির ওজন নির্দিষ্ট সীমা অতিক্রম করলে যানবাহনের ওজনসহ অন্যান্য তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে প্লাজার ভিতরের কম্পিউটারে দেখা যায়। স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিনের ডাটা সংরক্ষণ হতে থাকে। অতিরিক্ত ওজন বহনকারী ট্রাকের বিরুদ্ধে বর্তমান সরকারের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।’

আগামী ১৫ থেকে ২১ দিনের মধ্যে মেঘনা ও গোমতী সেতুতেও অনলাইনভিত্তিক এক্সেল লোড কন্ট্রোল স্টেশন চালু করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।