আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ

চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


tunnelঅনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে তৈরি বিশ্বের সবচেয়ে বড় রেল সুড়ঙ্গপথটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। প্রায় ৫৭ কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গের উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্স, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুড়ঙ্গপথটি উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে রেল যোগাযোগের মাধ্যমে পণ্য আনা নেয়া আরো সহজ করবে। বছরে এ পথ দিয়ে দশ লাখেরও বেশি পণ্য বোঝাই কন্টেইনার আনা নেয়া করা যাবে।

এই রেল সুড়ঙ্গপথটি নির্মাণ করতে প্রায় বিশ বছরের মতো সময় লেগেছে।