আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৫০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Chapaiচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিঞাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (০৫ জুন) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি কানসাট এলাকায় যৌথবাহিনীর গুলিতে বিএনপির কর্মী জমশেদ আলী নিহত হয়। পরে পুলিশ বাদী হয়ে সাবেক এমপি অধ্যাপক শাহাজান মিঞাসহ কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করে।

ওই তিনটি মামলায় জামিনের জন্য অধ্যাপক শাহাজান আদালতে আত্মসমপর্ণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল বারী একটি মামলায় জামিন দেন।

তবে অপর দুই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, জামিন নামঞ্জুর করে অধ্যাপক শাহাজানকে কারাগারে পাঠানোয় আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন।