চট্টগ্রামে তিনজনের অস্বাভাবিক মৃত্যু
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর বিভিন্ন স্থানে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. লেয়াকত (২২) ও সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন নবী (২৫) নিহত হয়েছেন।
এছাড়া ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় হীরা (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক মোহাম্মদ হামিদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় কলসি দীঘির পাড়ের সেকান্দর কলোনি থেকে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দেওয়া হীরাকে, সাড়ে ১১টায় সীতাকুণ্ডের একটি রড তৈরির কারখানা থেকে নুরুন নবীকে এবং সাড়ে ১২টায় পটিয়ার বশির আহমদের ছেলে মো. লেয়াকতকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, নগরীর কোতোয়ালি থানা এলাকার আলকরণ ওয়ার্ডে পৃথক ঘটনায় দুই কর্মচারী খুন হয়েছে। হতভাগ্য দুজন হলেন আলকরণ এলাকার সেলুনের কর্মচারী মমিন (২৫) ও নিউমার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়সালের কর্মচারী রফিক (৫০)।
বৃহস্পতিবার (০২ জুন) দিবাগত রাতে ঘটনা দুটি ঘটে। এর মধ্যে সেলুনের দোকানের কর্মচারী খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।