আজকের দিন তারিখ ১২ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড গুজরাট মুসলিম বিরোধী দাঙ্গায় ২৪ জন অভিযুক্ত

গুজরাট মুসলিম বিরোধী দাঙ্গায় ২৪ জন অভিযুক্ত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৬:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


1কাগজ অনলাইন ডেস্ক: ২০০২ সালে গুজরাটের একটি মুসলিম বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে অভিযুক্ত করেছে ভারতের একটি বিশেষ আদালত। একই সাথে আহমেদাবাদ শহরে গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডের ঐ ঘটনায় ৩৬ জনকে খালাস দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মুসলিম বিরোধী ওই দাঙ্গায় গুলবার্গ সোসাইটি কমপ্লেক্সে আক্রমণের পর কুপিয়ে ও আগুনে পুড়িয়ে অন্তত ৬৯ জনকে হত্যা করেছিল দুষ্কৃতিকারীরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের পর ওই দাঙ্গার ঘটনাই ছিল সবেচেয়ে ভয়াবহ।

একটি ট্রেনে আগুন লেগে ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর প্রাণহানি হওয়ার পর মুলত দাঙ্গার সুত্রপাত হয়। ট্রেনে আগুন দেয়ার জন্য মুসলিমদের দায়ী করে পরবর্তীতে প্রায় এক হাজার মানুষ হত্যা করা হয়েছিল যাদের বেশিরভাগই ছিল মুসলিম।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। অভিযোগ রয়েছে, দাঙ্গা চলাকালে তিনি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন।