গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকায় টার্গেট ফাইনওয়্যার লিমিটেডের সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার (৩১ মে) রাত ১১ টার দিকে ওই সোয়েটার কারখানায় আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, টঙ্গী ৪টি, শ্রীপুর ২টি ও উত্তরা ২টি মোট ১১টি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।