আজকের দিন তারিখ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন খোলামেলা পার্টি করে আবারো আলোচনায় কাজল কন্যা

খোলামেলা পার্টি করে আবারো আলোচনায় কাজল কন্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের জনপ্রিয় স্টার কিড নাইসা দেবগন। অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে তিনি। বড় পর্দায় এখনো পা না রাখলেও নিজের বিতর্কিত জীবনযাপন দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার আবারো বন্ধুদের নিয়ে পার্টি করে আলোচনার জন্ম দিলেন তিনি।
নাইসাকে সম্প্রতি লন্ডনের একটি বিলাস বহুল নাইট ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করতে দেখা যায়। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এবার নিয়ে তৃতীয় বার বন্ধু ওরহান একা অরির সাথে তার পার্টির ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলো। ছবিতে দেখা যায়, নাটি ক্লাবে লাল নীল আলোর নিচে গোল্ডেন কালারের একটি টপস পড়ে আনন্দ করছেন তিনি। এসময় বেশকিছু ছবিতে ওরহানের সাথে সেলফি ক্যামেরায় চুমুর ভঙ্গি করার পোজও দেন তিনি। ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাবার পড়ে আবারো বিতর্কের রোষানলে পড়েন অজয় কন্যা। এর আগেও মুম্বইয়ে একাধিক বার ওরির সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে নাইসাকে। কখনও কখনও পার্টি থেকে বেরোনোর সময় মাদকাসক্ত অবস্থায় ক্যামেরার সামনে বেসামাল হয়ে পড়েন কাজল-কন্যা।