Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ‘কোনো সরকার সহিংসতা চায় না’

‘কোনো সরকার সহিংসতা চায় না’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


aman-newsঅনলাইন প্রতিবেদক : প্রত্যেক সরকার চায় শান্তি বজায় থাকুক, কোনো সরকার সহিংসতা চায় না বলে মন্তব্য করেছেনআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়েশনিবার দুপুরেএক যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত অর্থ উপ-কমিটির সঙ্গে অন্য সকল উপ-কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদে সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতার কারণে এ সহিংসতাগুলো ঘটেছে। এ অস্থিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’

যৌথসভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপ-কমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কত দূর হয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এবারের আওয়ামী লীগের সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের অধিক ডেলিগেট উপস্থিত থাকবে। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলেরপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানানো অবহ্যাত রয়েছে। ইতোমধ্যে আমরা ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক,দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় নেতা এ এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130