আজকের দিন তারিখ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কেরানীগঞ্জে ৩ শ্রমিক দগ্ধ

কেরানীগঞ্জে ৩ শ্রমিক দগ্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৫:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


BURNকাগজ অনলাইন প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে বুধবার বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। এরা হলেন- কবির হোসেন (২৮), শাহীন (২২) ও রাজু (২২)।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জিঞ্জিরা এলাকার পাথরঘাট নামক স্থানে একটি আধাপাকা ভবনে কাজ করছিলেন তারা। ১১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। এ সময় চেষ্টা করে ওই তাদের বের করে আনা হয়।

ওই তিন শ্রমিককে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। বিকেলে দিকে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল  বলেন, কবির ও রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাদের খাদ্যনালীও ঝলসে গেছে। শাহীনের শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে।