আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি কালিয়াকৈর হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি

কালিয়াকৈর হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


palakগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে।

বুধবার (১ জুন) সকালে পার্কের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে একটি আইটি ইন্সটিটিউট নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। এর ফলে ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে দেশের আইটি সেক্টর। নির্মাণ শেষ হলে আগামী ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

এ সময় প্রতিমন্ত্রী জানান, ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। দেশের সর্ববৃহৎ এ পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। সিটির ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল, কলেজ, ব্যাংক, শপিং মল, আবাসিক এলাকা, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার প্রভৃতিতে ভাগ করা হয়েছে।

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু হাইটেক সিটির এমডি হুসনে আরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ডেভেলপার কোম্পানিগুলোর প্রধান এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।