কারিনার সঙ্গে ছবি তুলতে নারাজ শহিদ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন ডেস্ক: অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহিদ কাপুর, কারিনা কাপুর খান, আরিয়া ভাট ও দিলজিৎ দশাঞ্জ। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর রূপালি পর্দায় জুটিবদ্ধ হয়েছেন প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শহিদ ও কারিনা।
ছবির ট্রেলার উদ্বোধণী অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে চলেছিলেন তারা। একসঙ্গে ছবি তুলতেও নারাজ ছিলেন তারা। কারণ, সহশিল্পী ও প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খানের সঙ্গে ছবি তোলার কোনো ইচ্ছা ছিলো না শহিদের। এমনটা নিজেই স্বীকার করেছেন তিনি। এরপর থেকে এ বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
এ প্রসঙ্গে শহিদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে শুধু বলুন আমাদের দু’জনের মধ্যে কি বেমানান দেখছেন? কারণ, আমরা একে অপরের নির্দিষ্টভাবে দেখছি না?
সাংবাদিকদের উদ্দেশ্য করে ৩৫ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আমি ও কারিনা যদি একসঙ্গে ছবি তুলি তাহলে আপনারা এটি নিয়ে নানা রকম লেখালেখি শুরু করবেন।’