আজকের দিন তারিখ ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড কাতারে আগুনে প্রাণ গেল ১১ শ্রমিকের

কাতারে আগুনে প্রাণ গেল ১১ শ্রমিকের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


qataঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আবু সামারায় অবস্থিত শ্রমিকদের থাকার একটি তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত ১১ জন এবং আহত হয়েছেন ১২ জন।

বুধবার (০১ জুন) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ হয় শুক্রবার (০৩ জুন)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সালওয়া টুরিজম নামে একটি কোম্পানির শ্রমিকদের থাকার তাঁবুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।