আজকের দিন তারিখ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় মৃত ১ লাখ ৪৫ হাজার

করোনায় মৃত ১ লাখ ৪৫ হাজার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ , ৪:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আক্রান্তদের ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন। বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জনের শরীরে। এদের মধ্যে ১৪ লাখ ৩২ হাজার ৭৯৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৬ হাজার ৫৮৮ জনের অবস্থা গুরুতর। ভাইরাসটির আক্রমণে সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৪ হাজার ৬১৭ জন।