এবার আমের ‘ভেতর’ ইয়াবা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:০৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
অনলাইন ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীর কাছে থাকা আমের ব্যাগ থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।
এ সময় মোস্তফা কামাল আপন (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (০৪ জুন) সকালে স্টেশনের প্লাটফর্ম থেকে ওই যাত্রীকে আটক করে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেইল ট্রেনে করে ওই যাত্রী সকালে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‘কিন্তু শরীরে কিছু না পেয়ে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগে রাখা আমের ভেতরে অভিনব কায়দায় আনা ১৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।’
তিনি বলেন, এ ঘটনায় মাদক আইনে আপনের বিরুদ্ধে থানায় মামলা (নম্বর-৩) হয়েছে। পরে আদালতে নেওয়া হলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।