Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এই মাসে মুক্তি পাবে যত আলোচিত বলিউড সিনেমা

এই মাসে মুক্তি পাবে যত আলোচিত বলিউড সিনেমা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৭:৪০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


binod2কাগজ অনলাইন ডেস্ক: প্রতিটি শুক্রবারই কোনও না কোনও সিনেমা মুক্তি পায় বলিউডে। প্রতি শুক্রবারই আসছে আলোচিত কিছু সিনেমা। বড় কোনও কমার্শিয়াল ছবি মুক্তি না পেলেও এ মাসে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি আলোচিত ভালো ছবি।

এক ঝলকে দেখে নেওয়া যাক এ মাসে বলিউডে মুক্তি পেতে যাওয়া আলোচিত বলিউড সিনেমা সম্পর্কে।
প্রথম সপ্তাহ (৩ জুন)

হাউজফুল ৩
পরিচালক- সাজিদ-ফারহাদ
অভিনয় শিল্পী- অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, লিজা হেইডেন, নার্গিস ফাখরি

দ্বিতীয় সপ্তাহ (১০ জুন)

তিন
পরিচালক- ঋভু দাশগুপ্ত
অভিনয় শিল্পী- অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, বিদ্যা বালান ও সব্যসাচী চক্রবর্তী

দো লফজো কি কাহানি
পরিচালক- দীপক তিজোরি
অভিনয় শিল্পী- রণদীপ হুডা ও কাজল আগারওয়াল

ক্যাবারে
পরিচালক- কৌস্তভ নারায়ণ নিয়োগী
অভিনয় শিল্পী- রিচা চাড্ডা, গুলশান দেবাইয়া, শ্রীশান্ত

তৃতীয় সপ্তাহ (১৭ জুন)

ধনক
পরিচালক- নাগেশ কুকুনুর
প্রযোজক- মণীশ মুন্দ্রা, নাগেশ কুকুনুর, এলাহি হিপটোলা
অভিনয় শিল্পী- হেতল গুড্ডা, কৃষ ছাবরিয়া, গুলফাম খান, বিপিন শর্মা, বিভা ছিব্বর, বিজয় মৌর্য

উড়তা পাঞ্জাব
পরিচালক- অভিষেক চৌবে
অভিনয় শিল্পী- শহীদ কাপুর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট ও দলজিৎ দোসাঞ্জ

শেষ সপ্তাহ (২৪ জুন)

জুনুনিয়াত
পরিচালক- বিবেক অগ্নিহোত্রী
স্টার- পুলকিত সম্রাট ও ইয়ামি গৌতম

শোরগুল
পরিচালক- জিতেন্দ্র তিওয়ারি ও পি সিং
অভিনয় শিল্পী- জিমি শেরগিল, আশুতোষ রানা, সঞ্জয় সুরি, হিতেন তিওয়ারি


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130