আজকের দিন তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদ সেবায় সড়কে বিআরটিসির ৪৫০ বাস

ঈদ সেবায় সড়কে বিআরটিসির ৪৫০ বাস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:২৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


14কাগজ অনলাইন প্রতিবেদক: ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সাড়ে ৪শ বাস চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে আগে থেকেই যেসব বিআরটিসি বাস চলছে সেগুলোও চালু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার দুপুরে বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, আগে থেকেই দেশের বিভিন্ন রুটে বিআরটিসির ৫৫০টি বাস চালু আছে।

ঈদে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেদিকে সবার নজর রাখতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।