আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের ১০দিন আগে থেকে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

ঈদের ১০দিন আগে থেকে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৫:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


tanarymorকাগজ অনলাইন প্রতিবেদক: রমজান ও ঈদে চলাচলে যাতে ভোগান্তি না হয়, সেজন্য রোজার ঈদের অন্তত ১০ দিন আগে থেকে দেশের শহরগুলোতে রাস্তাঘাট নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সব সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে রোববার সচিবালয়ে এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই নির্দেশ দেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত ইট, রড, সুড়কি ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তায় না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজ ও বৃষ্টিতে সৃষ্ট রাস্তার গর্ত ও নর্দমা বন্ধ করতে হবে। নগর এলাকার রাস্তাঘাটের নির্মাণ কাজ ঈদের অন্তত ১০দিন আগে থেকে বন্ধ রাখতে হবে, যাতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন হয়।

বৈঠকে ঢাকার মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণকাজের জন্য রাস্তায় যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত অপসারণ, নগরীর ডাস্টবিন ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ফুটপাতে জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখলদার উচ্ছেদেও সিটি করপোরেশন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।