Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ

ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২২ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে প্রতিবেদক :  ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে। ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদরের রাজনীতি ছাড়ার ঘোষণাকে কেন্দ্র করে সোমবার ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইরাকে বসবাসকারী বাংলাদেশিদের জন্য মঙ্গলবার জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানকারী সকল বাংলাদেশিকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা যেন যে কোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে পারে সেজন্য হটলাইন নম্বরও চালু করা হয়। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়। হটলাইন নম্বরগুলো হলো ০৭৮২৭৮৮৩৬৮০, ০৭৫০০৩৮৩০৭৫, ০৭৮১৩৭০৫৭১৬, ০৭৮০৯২৮৮৬৮০, ০৭৭২৯০০৪০১০।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130