ইউপি নির্বাচন উপলক্ষে সাভারে বিজিবি মোতায়েন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সাভার (ঢাকা): ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন (শনিবার) সাভার উপজেলার ১২টি ইউনিয়নে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে সাভারে বিজিবি’র (বাংলাদেশ বর্ডার গার্ড) অস্থায়ী ক্যাম্প বাসানো হয়েছে। এ অস্থায়ী ক্যাম্পে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০২ জুন) সকাল থেকে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজিবি’র এ অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।
বিজিবি’র অস্থায়ী ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে বিজিবি’র অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এ ক্যাম্প থেকে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের আগের দিন (০৩ জুন, শুক্রবার) পর্যন্ত সাভার-আশুলিয়ার মোট ১২টি ইউনিয়নের ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো মনিটরিং করবেন।
এছাড়া নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নিয়মিত টহল দেওয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা দেবেন বিজিবি সদস্যরা।
এ কর্মকর্তা আরও জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে বিজিবি’র এ অস্থায়ী ক্যাম্পটি নির্বাচন শেষ হওয়ার পরও দু’দিন পর্যন্ত থাকবে।