আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়ি ভাংচুরসহ একটি বাসে আগুন ধরিয়ে দেয়। অবরোধ করে রাখে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক।
রোববার (০৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গালিনুর (৪৫)। তিনি স্থানীয় অনন্ত গার্মেন্টসের ফিনিশিং হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।