আজকের দিন তারিখ ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


receiveকাগজ অনলাইন প্রতিবেদক: আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি গাড়ি ভাংচুরসহ একটি বাসে আগুন ধরিয়ে দেয়। অবরোধ করে রাখে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক।

রোববার (০৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গালিনুর (৪৫)। তিনি স্থানীয় অনন্ত গার্মেন্টসের ফিনিশিং হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।