আলোকচিত্রে ‘আক্রান্ত ঢাকা’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন প্রতিবেদক : গ্যালারি জুড়ে পোড়া মানুষের ছবি। বার্ন ইউনিটে পেট্রোলবোমার শিকার মানুষের মৃত্যুর অপেক্ষা। আগুনে পুড়ছে বাস, পুড়ছে কোরান। ২১ আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা, ৫ মে হেফাজতে ইসলামের তাণ্ডব, ২০১৪ সালে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ইত্যাদির চিত্র নিয়ে শনিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্রী আলী হোসেন মিন্টুর ‘আক্রান্ত ঢাকা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত ছবিতে স্থান পেয়েছে আক্রান্ত ঢাকার রাজনৈতিক প্রতিহিংসার ৭৫টি আলোকচিত্র। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রদর্শনীর উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত করেছিল। অপারেশন ক্লিনহার্ট, ২১ আগস্টের গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, হেফাজতের আক্রমণ, পেট্রোলবোমা ইত্যাদির মাধ্যমে এ অপশক্তি আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। জিয়াউর রহমানও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের দোসর। স্বাধীনতাবিরোধী এ বিএনপি-জামায়াত পেট্রোলবোমা, গ্রেনেড হামলাসহ নানা চক্রান্ত করেছে। এ আলোকচিত্র প্রদর্শনীতে তাদের নৃশংসতার চিত্র রয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ।