আলকরণে দুই কর্মচারী খুন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার আলকরণ এলাকায় পৃথক ঘটনায় দুই কর্মচারী খুন হয়েছে। হতভাগ্য দুজন হলেন আলকরণ এলাকার সেলুনের কর্মচারী মমিন (২৫) ও নিউমার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়সালের কর্মচারী রফিক (৫০)।
বৃহস্পতিবার (০২ জুন) দিবাগত রাতে -ঘটনা দুটি ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মোস্তফা ঘটনাস্থল থেকে জানান, আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে আলকরণের সেলুনের দোকানের খুনটি এবং রাত আড়াইটার দিকে খাবার হোটেলের খুনটি হয়ে থাকতে পারে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, সেলুনের কর্মচারী খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দুটি ঘটনায় পুলিশের তদন্ত এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।