Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আমির-পত্নীর মামলা

আমির-পত্নীর মামলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


qsqtঅনলাইন বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খানের সহধর্মিণী কিরণ রাও মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তি ৪২ বছর বয়সী এই চলচ্চিত্র পরিচালকের নামে ফেসবুকে জাল আইডি খুলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে কিরণের ছদ্মবেশে তার পরিবার-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি ছবিও আপলোড দিচ্ছে ওই ব্যক্তি। খবর পেয়ে গত ৪ জুন পুলিশের শরণাপন্ন হন তিনি।

এ ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। এখন বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ পুলিশ।

২০১০ সালে কিরণ রাওয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করেন আমির। এ ছাড়া ‘পিপলি লাইভ’ ও ‘দিল্লি বেলি’ ছবিগুলোতে প্রযোজক হিসেবে কাজ করেছেন কিরণ।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130