Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আগামী অর্থবছরে বাড়বে মাথাপিছু আয়

আগামী অর্থবছরে বাড়বে মাথাপিছু আয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৫:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


incomeকাগজ অনলাইন প্রতিবেদক: আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র বিমোচনই আমাদের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। এ জন্য আমরা সবসময় অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চেষ্টা করছি। পাশাপাশি দারিদ্র, অসমতা, নারীর ক্ষমতায়ন স্যানিটেশন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার, গড় আয়ুষ্কাল, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ইত্যাদি সামাজিক সূচকে আমাদের অবস্থান আরও সুদৃঢ হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
গত কয়েকবছর ধরেই দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে। গত ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১ হাজার ১৯০ ডলার।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130