আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অপয়া ফ্ল্যাট পরিণীতির!

অপয়া ফ্ল্যাট পরিণীতির!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


2অনলাইন বিনোদন ডেস্ক: কত সাধ করে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের ফ্ল্যাট কিনেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু সে ফ্ল্যাটে তার থাকা হল না।

আর এর কারণ, ওই ফ্ল্যাট নাকি নায়িকার জন্য অপয়া! ফ্ল্যাটটি নাকি একটা ‘আর্কিটেকচারাল মার্ভেল’। যদিও একই অ্যাপার্টমেন্টে থাকেন প্রীতি জিনতা, রীতেশ সিদওয়ানির মতো তারকারা।

কিন্তু পরিণীতির ফ্ল্যাটটি খালি রয়েছে। অন্তত গত একমাসে সেখানে কেউ থাকেননি। এলাকাবাসীর দাবি, ফ্ল্যাট কেনার পর প্রথম দিকে পরিণীতি চোপড়ার পরিবার থাকলেও পরে অনেক দিন আর কেউ আসেন না।

এদিক, বলিউডে জোর গুঞ্জন, পরিণীতি মনে করেন, ওই ফ্ল্যাটটি তার কাছে অপয়া। যদিও নায়িকার ম্যানেজার বলেছেন, ‘‘এ সব গুজব। পরিণীতির আরও দু’টো বাড়ি রয়েছে। তিনি সেটারই একটাতে রয়েছেন।’’

তবে ওই ফ্ল্যাটে অভিনেত্রী কেন থাকেন না, তার কোনো সদুত্তর দিতে পারেননি পরিণীতির ম্যানেজার।