Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র

অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


Fedarationঅনলাইন স্পোর্টস ডেস্ক: প্রায় এক বছর বিরতির পর আগামী ১০ জুন থেকে মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডাশেনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির লোগো উন্মোচন ও ড্র।

শনিবার (০৪ জুন) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সলাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাংলাদেশ ক্লাব ফুটবলের কর্মকর্তারা।

ড্র অনুষ্ঠানে বাফুফে কর্মকর্তারা জানান, এবারের ফেডারেশন কাপে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১২টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে তিনটি করে দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১০ থেকে ১৫ জুন গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল চারটায়। যেহেতু রমজান মাসে খেলা হচ্ছে সেহেতু দ্বিতীয় ম্যাচটি রাখা হয়েছে ইফতারের পর। আর দ্বিতীয় ম্যাচটির সম্ভাব্য সময় ধরা হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টা।

লিগপর্বে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে বিকেল ৪টা থেকে, প্রতিদিন একটি করে। ১৭ জুন থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল চলবে ২০ জুন পর্যন্ত।

২২ ও ২৩ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুন।

ফেডারেশন কাপের গ্রুপ পর্যায়ের দলগুলো:
গ্রুপ ‘এ’: ঢাকা আবাহনী লিমিটেড, সকার ক্লাব ফেনী ও আরামবাগ ক্রীড়া সংঘ।

গ্রুপ ‘বি’: শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম আবাহনী।

গ্রুপ ‘সি’: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।

গ্রুপ ‘ডি’: মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেণ্ডস সোসাইটি।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130