আজকের দিন তারিখ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অক্ষয় খান্নার ফেরা

অক্ষয় খান্নার ফেরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Akshaye-Khannaঅনলাইন বিনোদন ডেস্ক: ‘ঢিশুম’ ছবির নায়ক জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান, অথচ আলোচনার কেন্দ্রে এর খলনায়ক অক্ষয় খান্না। কারণ এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বলিউডের এই অভিনেতা।

সর্বশেষ ২০১২ সালে গলি গলি চোর হ্যায়’ ছবিতে অভিনয় করেন অক্ষয় খান্না। এবার অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে বিরতি প্রসঙ্গে ৪১ বছর বয়সী এই তারকা বলেছেন, “ব্যক্তিগত কিছু সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত ছিলাম।

এ কারণে কাজ থেকে দূরে থাকতে হয়েছে। ‘ঢিশুম’-এর মাধ্যমে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এ বছর আরও ছবি আসবে আমার।”

রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটিতে ওয়াঘা চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ভারত-পাকিস্তান ম্যাচের ৩৬ ঘণ্টা আগে ভারতের সবচেয়ে সেরা ক্রিকেটারকে অপহরণ করেন তিনি। এই এক লাইনের বর্ণনা শুনে আর অপহরণকারীর চরিত্র পেয়ে ছবিটিতে কাজ করতে আগ্রহ জন্মেছে বলে জানান অক্ষয়।

অনেকদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নার্ভাস কি-না জানতে চাইলে ‘বর্ডার’, ‘তাল’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রেস’ ছবির তারকা অক্ষয় খান্না জানান, গণমাধ্যমকে বরাবরই ভয় পান তিনি।

‘ঢিশুম’-এ আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এটি মুক্তি পাবে আগামী ২৯ জুলাই। প্রযোজনায় সাজিদ নাদিয়াড়ওয়ালা।

https://youtu.be/DU6IdS2gVog