আজকের দিন তারিখ ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ১৮ ঊর্ধ্ব যে কেউ পছন্দের ধর্ম গ্রহণ করতে পারবে : ভারতীয় সুপ্রিম কোর্ট

১৮ ঊর্ধ্ব যে কেউ পছন্দের ধর্ম গ্রহণ করতে পারবে : ভারতীয় সুপ্রিম কোর্ট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২১ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক নিজের ইচ্ছেমতো ধর্ম গ্রহণ করতে পারেন। দেশটির সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। অশ্বিন উপাধ্যায় নামে আইনজীবীর আবেদনের জবাবে শুক্রবার ভারতের উচ্চ আদালত এ মন্তব্য করে। এ বিষয়ে ‘এমন ক্ষতিকর’ পিটিশন করায় ভর্ৎসনাও করেছেন আদালত। খবর দ্য হিন্দুর। অশ্বিনের আবেদন ছিল, ভারতের বিভিন্ন স্থানে যে ধর্মান্তরকরণ চলছে, সর্বোচ্চ আদালত তা বন্ধ করার জন্য কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিক। বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সংবিধান বিরোধী এই আবেদন পেশ করার জন্য অশ্বিনের অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণকে রীতিমতো কঠোরভাবে ভর্ৎসনা করে। বিচারপতিরা বলেন, “একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে সংবিধানে নাগরিকদের অধিকারের কথা আপনার জানা নেই? না জানলে এই আবেদনকারীর প্রতিনিধিত্ব করার আগে জেনে নিতে পারতেন। এভাবে আদালতের সময় নষ্ট করায় আমরা আপনার এবং আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি।”