আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাধারণ শয্যা থেকে ৯ গুন বেশি রোগী আইসিইউ শয্যায়

সাধারণ শয্যা থেকে ৯ গুন বেশি রোগী আইসিইউ শয্যায়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২১ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  রাজধানীর মহাখালীস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের ৫০০ সাধারণ শয্যার মধ্যে ৪৮১টি খালি রয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে সাধারণ শয্যার রোগী ভর্তি আছেন ১৯জন। অন্যদিকে ২১২ আইসিইউ শয্যার মধ্যে ৩৬টি ফাঁকা আছে। অর্থাৎ ১৭৬টি আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন।

হাসপাতালটির শয্যাগুলোর তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ শয্যা থেকে ৯ গুনের বেশি আইসিইউ শয্যায় রোগী ভর্তি। সাধারণ শয্যায় চাপ না থাকা ও আইসিইউ শয্যায় এতো চাপ থাকার বিষয় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভর্তি রোগীদের মধ্যে অধিকাংশই ঢাকার বাইরের। বিশেষ করে গুরুত্বর রোগীরাই হাসপাতালটিতে চাপ বাড়াচ্ছেন। যে কারণে সাধারণ শয্যা থেকে আইসিইউ শয্যায় এতো রোগী ভর্তি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ১৮ এপ্রিল ডিএনসিসি মহাখালী কাঁচাবাজারের ৬ তলা বিশিষ্ট এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে এই হাসপাতাল চালু করা হয়। হাসপাতালটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। যার সার্বিক সহযোগিতা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।