আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে: ন্যাটো প্রধান

যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে: ন্যাটো প্রধান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ইউক্রেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে জয়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ। রোববার বার্লিনে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেইসঙ্গে কিয়েভকে সামরিক সহায়তা দেয়া অব্যহত রাখার বিষয়েও জোর আহ্বান জানান তিনি। ফরাসি বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। জেনস স্টোলটেনবার্গ বলেন, ‘ইউক্রেন এ যুদ্ধে জিততে পারে। ইউক্রেনীয়রা সাহসের সঙ্গে তাদের দেশকে রক্ষা করছে।’ এ সময় তিনি বলেন, ‘ইউক্রেনের সমর্থনে আমাদেরকে পদক্ষেপ নিয়ে হবে।’

ভিডিও লিংকের মাধ্যমে ন্যাটো প্রধান বলেন, ‘মস্কোর পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এগোচ্ছে না। তারা কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে।।’ তিনি বলেন, ‘তারা (রাশিয়া) খারকিভ থেকে ফেরত চলে যাচ্ছে এবং দোনবাসে তাদের অভিযানও অনেকটা স্থিমিত।’

ন্যাটো প্রধান যোগ করেন যে, জোট ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ গ্রহণের জন্য তাদের আবেদনের অন্তর্বর্তীকালীন সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের দিকে নজর দেবে।

ন্যাটো মহাসচিব বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেন অন্তর্বর্তীকালীন সময় নিয়ে উদ্বিগ্ন। আমরা সেই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমরা এ অঞ্চলে ন্যাটোর উপস্থিতি বাড়ানোসহ নিরাপত্তা নিশ্চিত করার উপায়গুলো দেখব।’

বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, ন্যাটো দেশগুলো ইউক্রেনকে যতদিন প্রয়োজন রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে দেশটিকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।