ম্যারাডোনোর রেকর্ড টানছে মেসিকে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২১ , ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনা বেঁচে থাকলে খুশিই হতেন। অনেকটা তারই যোগ্য উত্তরসূরি হয়ে লিওনেল মেসি জাদু দেখাচ্ছেন। রেকর্ড গড়ে যাচ্ছেন একের পর এক। এখন সেই ম্যারাডোনার রেকর্ড-ই হাতছানি দিয়ে ডাকছে তাকে।
ফ্রি-কিকে ম্যারাডোনার গোল ৬২টি। কোপায় (কোয়ার্টার ফাইনালে) ইকুয়েডরের বিপক্ষে অসাধারণ এক গোলের পর মেসির ঝুলিতে জমা পড়েছে ৫৮টি। এর মধ্যে আবার ৫০টি এসেছে বার্সেলোনার হয়ে। ৮টি শুধু জাতীয় দলের জার্সিতে। এখন আর মাত্র চারটি গোল করতে পারলেই মেসি চলে আসবেন ম্যারাডোনার কাতারে। তবে আর্জেন্টাইন হয়ে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতা কিন্তু ম্যারাডোনা নন। ভিক্টর লেগরোটাগলিয়ে। যার গোল সংখ্যা ৬৬টি। ব্রাজিলের জুনিনহো ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের মালিক। তার ঝুলিতে আছে ৭৭ গোল। ব্রাজিলের কিংবদন্তি পেলে ৭০ গোল নিয়ে আছেন দ্বিতীয় স্থানে। ইকুয়েডরের বিপক্ষে ডেড বল থেকে লক্ষ্যভেদ করেই ফ্রি কিক থেকে ৫৮তম গোলের দেখা পান আর্জেন্টাইন খুদে জাদুকর। এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে এক গোল ছাড়া দুটি এসিস্টও আছে তার। সেই মেসিতে ভর করেই এখন শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। মেসি এখন পর্যন্ত ৭৪৮ গোল করেছেন। এর মধ্যে ৭.৭৫ ভাগ এসেছে ফ্রি-কিক থেকে। ম্যারাডোনার ৩৫৩টি গোলের মধ্যেও ১৭ ভাগ এসেছে ফ্রি-কিক থেকে। তবে যেভাবে মেসি এগিয়ে যাচ্ছেন, তাতে করে দেশের হয়ে আরও একটি রেকর্ড গড়া তার জন্য অনেকটা সময়ের ব্যাপার বলতে হবে।