আজকের দিন তারিখ ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব কান্দাহার থেকে ৫০ কূটনীতিক সরিয়ে নিলো ভারত

কান্দাহার থেকে ৫০ কূটনীতিক সরিয়ে নিলো ভারত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২১ , ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে প্রতিবেদক :  আফগানিস্তানের কান্দাহার শহরের কাছে তালেবান ও আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এ প্রেক্ষাপটে রোববার শহরটি থেকে ৫০ জন কূটনীতিককে একটি বিশেষ বিমানে সরিয়ে নিয়েছে ভারত। এনডিটিভি এ খবর জানিয়েছে। অধিকাংশ মার্কিন সেনার আফগানিস্তান ত্যাগের পর তালেবানরা দেশটি জুড়ে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে। নতুন নতুন এলাকা দখলের চেষ্টা করে যাচ্ছে তারা। এ কারণে বিভিন্ন এলাকায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম জানায়, দেশটির বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব কূটনীতিকদের ফিরিয়ে আনা হয়েছে। এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘ভারত আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের লোকজনের জীবন ও নিরাপত্তা অগ্রগণ্য। তবে আফগানিস্তানের কান্দাহারে ভারতের কনস্যুলেট এক্ষুণি বন্ধ করে দেওয়া হয়নি বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের আবার সেখানে পাঠানো হবে।